ফিজিওথেরাপি – চিকিৎসায় প্রযুক্তি

বাত-ব্যথা, প্যারালাইসিস ও যে কোনও ধরনের ইনজুরিতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ফিজিওথেরাপি। উন্নত বিশ্বের আধুনিক চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি চিকিৎসায় ব্যবহূত হচ্ছে আধুনিক প্রযুক্তির। এসব প্রযুক্তির মধ্যে রয়েছে- শর্ট ওয়েভ ডায়াথার্মি, আলট্রাসাউন্ড, ইনফ্রারেড রেডিয়েশন, ইলেকট্রিক্যাল মাসেল স্টিমুলেটর, ট্রান্সকিউটেনিয়াস নার্ভ স্টিমুলেটর, আলট্রাভায়োলেট রেডিয়েশন, ইন্টার ফেরানশিয়াল কারেন্ট, কম্পিউটারাইজড অটো ট্রাকশন মেশিন ও মাইক্রোওয়েভ ডায়াথার্মি, ওয়াক্স বাথ, ভাইব্রেটর ইত্যাদি। ফিজিওথেরাপি চিকিৎসায় প্রযুক্তি ব্যবহারের এ অংশটিকে বলা হয় ইলেক্ট্রো থেরাপি।
ইলেক্ট্রো থেরাপি যেভাবে কাজ করে

যে কোন হাড়ের ব্যথায় শর্টওয়েভ ডায়াথার্মি দারুণ কার্যকরী। এটি হাড়ের ভেতরকার অস্থিমজ্জা ও জয়েন্টের সন্ধিতে প্রয়োজনীয় উপাদানগুলো বাড়িয়ে দেয় এবং হাড় ক্ষয় রোধ করে ও হাড়ের ব্যথা কমায়।

* যে কোন মাসেলের স্পাজমের ক্ষেত্রে ব্যবহূত হয় আলট্রাসাউন্ড। এটি মাসেল স্পাজম ভালো করে এবং যে কোন কাটা বা আঘাতের ক্ষত দ্রুত সারিয়ে তুলে।

* প্যারালাইটিক মাসেল অথবা মাসেল উইকনেসের ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল মাসেল স্টিমুলেটর। এটি মাসেলকে স্টিমুলেট করে দ্রুত কার্যকরী করে।

* যে কোন নার্ভপেইন ও নার্ভ উইকনেসে ব্যবহার করা হয় ট্রান্সকিউটেনিয়াস নার্ভ স্টিমুলেটর।

* দুটি হাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা কমে যাওয়ার কারণে শরীরের নির্দিষ্ট নার্ভ রুটে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এই তীব্র ব্যথা থেকে প্রতিকার পেতে বা দুটি হাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা ঠিক করতে ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয় কম্পিউটারাইজড অটো-ট্রাকশন মেশিন।

* সুপারফিশিয়াল ব্লাড সার্কুলেশন বাড়াতে ব্যবহূত হয় ইনফ্রারেড রেডিয়েশন ও মাইক্রোওয়েভ ডায়াথার্মি।

* ইন্টারনাল অর্গান ও জয়েন্টের ইন্টারনাল স্ট্রাকচারকে স্টিমুলেট করে ব্যথা মুক্ত করতে ব্যবহূত হয় ইন্টারফেরেনসিয়াল কারেন্ট।

* স্কিন ডিজিজের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে আলট্রাভায়োলেট রেডিয়েশন।

* মাসেল স্পাসটিসিটি ও হাত-পায়ের ছোট ছোট জয়েন্টের পেইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়াক্স বাথ।

এসব উন্নত প্রযুক্তি তথা ইলেকট্রোথেরাপি ব্যবহারের পাশাপাশি ফিজিওথেরাপিতে ব্যবহূত হয় ম্যানুয়াল থেরাপি। ম্যানুয়াল থেরাপিতে বিভিন্ন জয়েন্টের এক্সারসাইজ, মেনুপোলিশন, ইয়োগা থেরাপি, ম্যাসেজ ও অ্যারোমা থেরাপি ইত্যাদিসহ ম্যাকেঞ্জি, পি. এন. এফ, সিরেক্স টেকনিক বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরিসহ কোন ইনজুরিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে।

তবে ফিজিওথেরাপি গ্রহণের আগে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসক তথা ফিজিওথেরাপিস্ট-এর ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিতে হবে। নইলে যে কোন অঘটনও ঘটতে পারে। সব কথার শেষ কথা বর্তমানে ব্যথা, বাত, প্যারালাইসিসের জন্য আধুনিক বিজ্ঞানে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত অন্যতম চিকিৎসা ফিজিওথেরাপি। যার অধিকাংশই প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *