ডাক্তারের ভুল চিকিৎসা যেন রোগীদের পিছু ছাড়ছে না। শহর কিংবা গ্রামে সর্বত্রই ভুল চিকিৎসার শিকার হতে হচ্ছে। এই ভুল চিকিৎসায় ভোগান্তিরও শেষ নেই। কখনও কখনও সেটা জীবন সংহারের পর্যায়ে গিয়ে ঠেকে। ডাক্তারের অদক্ষতা আর উদাসীনতায় প্রচুর অর্থ ব্যয়ের পাশাপাশি অহরহই প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এর ফলে কোন কোন ক্ষেত্রে হামলা-মামলাসহ অপ্রীতিকর ঘটনারও জন্ম হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার তথ্যানুযায়ী, গত ৪ বছরে ডাক্তারের অবহেলার পাশাপাশি ভুল চিকিৎসায় মারা গেছে চার শতাধিক। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি চিকিৎসা সেবার সাথে জড়িত সবাইকে নৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের আওতায় আনার তাগিদ চিকিৎসাবিদদের।
চিকিৎসার সাথে জড়িত সবাইকে প্রশিক্ষণ, পুরস্কার ও জবাবদিহিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব বলে অভিমত চিকিৎসাবিদদের। চিকিৎসা ত্রুটি সহনীয় মাত্রায় রাখতে শিগগিরই চিকিৎসা শিক্ষার পাঠ্যসূচিতে রোগীর সুরক্ষা বিষয়ক কোর্স যোগ করার পরিকল্পনা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)।
সমস্যা সমাধানে উন্নত বিশ্বের মতো চিকিৎসা শিক্ষার পাঠ্যসূচিতে রোগীর সুরক্ষা বিষয়ক কোর্স যোগ করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক আবু শফি আহমেদ আমিন।
দুঃসহ যন্ত্রণা আর শারীরিক কষ্ট লাঘবের আশায় চিকিৎসা সেবার পেছনে ছুটতে গিয়ে অর্থ বিত্ত আর প্রাণ হারানোর বেদনা উপশমে যারা নজরদারি করেন তারা যেন এখন সেটির দিকে অনেকে নজর দিতেই ভুলে গেছেন। ফলে একের পর এক ভুল চিকিৎসার খেসারতের পাল্লাটাও ভারী হয়ে উঠছেই।