চতুর্থ শ্রেণির বিজ্ঞান বইয়ে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। ডুবন্ত ব্যক্তিকে উদ্ধারের পর তার শ্বাস-প্রশ্বাস বন্ধ থাকলে কী করতে হবে নিচে চিত্রের সাহায্যে তা বুঝিয়ে দেওয়া হয়েছে
ডুবন্ত ব্যক্তিকে উদ্ধারের পর শ্বাস-প্রশ্বাস চালু করার এ পদ্ধতিকে ইংরেজিতে বলে সিপিআর (কার্ডিওপালমোনারি রেসাসসিয়েশন)। এর বাংলা করলে দাঁড়ায় হূিপণ্ডসংক্রান্ত নবজীবন। তবে পদ্ধতিটি সিপিআর নামেই বেশি প্রচলিত।