৫০০ শয্যা বিশিষ্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের শতাধিক ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এ সময় তারা পূর্ণাঙ্গভাবে মেডিক্যাল কলেজ চালু করাসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
বক্তারা বলেন, পূর্ণাঙ্গভাবে এটি চালু না হওয়ায় সাধারণ ও অবহেলিত জনসাধারণরা হাসপাতালের কাক্সিক্ষত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রাথমিকভাবে গত ৩ নবেম্বর এ মেডিক্যাল কলেজ চালুর কথা ছিল। কিন্তু অদৃশ্য কারণে ওই তারিখে তা চালু করা সম্ভব হয়নি। কেন এমন হয়েছে তারা বোধগম্য নন বলে মানববন্ধনে উপস্থিত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ জানান। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ এ মেডিক্যাল কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে সাবেক এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রী থাকাকালীন সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরবর্তীতে এ কলেজ ও হাসপাতালের কাজ সমাপ্ত করা হয়।