গ্রামে চিকিৎসা দেয়ার মানসিকতা বাড়াতে হবে ডাক্তারদের : স্বাস্থ্যমন্ত্রী

এখন ডাক্তারদেরকে গ্রামে থেকে চিকিৎসা দেয়ার মানসিকতা অবশ্যই তৈরি করতে হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মিলন হলে রুমে এক অনুষ্ঠানে মন্ত্রী  একথা বলেন। চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন অপারেশনাল প্লান হতে সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের জন্য গাড়ী, হসপিটাল ম্যানেজমেন্ট অপারেশনাল প্লান হতে বিশেষায়িত হাসপাতালে এডভান্স কার্ডিয়াক অ্যাম্বুলেন্স এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সরকার প্রতিবছর বহুসংখ্যক ডাক্তার নিয়োগ দেয়, যাতে শহরের পাশাপাশি গ্রামেও চিকিৎসাসেবা সহজলভ্য হতে পারে। কিন্তু চাকরি হবার পর অনেক চিকিৎসক গ্রামে না থেকে তদবির করে শহরে তার পোস্টিং নিয়ে নেন। এতে দেশের গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং ডাক্তার নিয়োগে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বিচ্যুত হয়। এবারও সাড়ে চার হাজার ডাক্তার নিয়োগ দেয়া হচ্ছে। ডাক্তারদের জন্য জিপ গাড়ীসহ সব ধরনের সুবিধা দেয়া হচ্ছে।এখন ডাক্তারদেরকে গ্রামে থেকে চিকিৎসা দেবার মানসিকতা অবশ্যই তৈরি করতে হবে।

অনুষ্ঠানে দেশের ১৫টি মেডিকেল কলেজের অধ্যক্ষগণের জন্য ১৫টি জিপ গাড়ী, ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য ৫টি উন্নত মানের অ্যাম্বুলেন্স গাড়ী এবং ৫টি হাসপাতালের জন্য ৫টি এডভান্স কার্ডিয়াক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মোট ২৫টি জিপ গাড়ী ও উন্নত মানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্সের চাবি পরিচালক ও অধ্যক্ষদের হাতে হস্তান্তর করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *