ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে, বেড়েছে সারাদেশে

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৪ জন বেশি।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মোট ২৫৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ৭৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় (২৫ অক্টোবর সকাল ৮টা থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) মোট ২০৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে ঢাকায় ৮৮ জন ও ঢাকার বাইরে ১১৫ জন।

এ হিসাবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ১৪ জন কমলেও ঢাকার বাইরের হাসপাতালে ৬৮ জন বেশি রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার গতকাল এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমানে রাজধানীর ৪১টি হাসপাতালে ৪৩২ জন ও ঢাকার বাইরে ৫২২ জনসহ ৯৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৯৫ হাজার ১২১ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৯ হাজার ২০৬ জন ও ঢাকার বাইরে ৪৫ হাজার ৯১৫ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ হাজার ৯১৯ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৪৮ হাজার ৫৮৪ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪৫ হাজার ৩৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি সর্বশেষ মোট ২৪৮ জন সন্দেহভাজন মৃত মানুষের মধ্যে ১৭১টি মৃতু্যর কারণ রিভিউ করে। তার মধ্যে ১০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে অভিমত ব্যক্ত করে ডেথ রিভিউ কমিটি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *