জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে একটি আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তরিত করতে গৃহীত নানা উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারিত আধুনিক কার্ডিয়াক আইসিইউ এবং ওটি কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন এবং পরিদর্শন করেন। হাসপাতালে ৭টি কার্ডিয়াক অপারেশন থিয়েটার এবং ৫০টি আধুনিক মানের আইসিইউ বেড বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটিই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কার্ডিয়াক আইসিইউ।
কার্ডিয়াক আইসিইউ এবং ওটি কমপ্লেক্সের উদ্বোধনী ফলক উন্মোচন অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভর্তিকৃত রোগীদের খোঁজ-খবর নেন এবং হাসপাতালের উর্ধমুখী সম্প্রসারণের কাজ, নির্মাণাধীন নতুন ৫০টি কেবিন ব্লক এবং হাসপাতালের দক্ষিণ পাশে পরিত্যক্ত জায়গা সংস্কার করে নতুন রাস্তা, নির্মাণাধীন নতুন ক্যাথল্যাব কমপ্লেক্স, হেল্পডেক্স পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আফজালুর রহমান, চিকিৎসক, সেবক-সেবিকা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। বেড়েছে দক্ষ জনবল। চিকিৎসা অবকাঠামো হয়েছে অনেক শক্তিশালী। বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবা পাওয়া যায়। দেশের দক্ষ চিকিৎসকরা অনেক জটিল রোগের চিকিৎসা সফলতার সঙ্গে সম্পন্ন করে যাচ্ছেন। সারাদেশের হৃদরোগীদের ভরসার জায়গা হয়ে উঠেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।