কালীগঞ্জে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেট আটকে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় ফারিয়ার সদস্য ছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রায় শতাধিক বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এদিকে মূল গেট আটকে এমন কর্মসূচি পালন করায় হাসপাতালে আসা শত শত রোগী চরম ভোগান্তির শিকার হন। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ শহীদ ময়েজউদ্দিন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা মানববন্ধন-সমাবেশ করে করুক, কিন্তু হাসপাতালের গেট বন্ধ করে কেন? উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়েও করতে পারত।

হাসপাতালের গেট বাদ দিয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে তাদের এই কর্মসূচি পালন করা যেত কি না এমন প্রশ্নের জবাবে ফারিয়ার কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, হাসপাতালকে ঘিরেই আমাদের চাকরি, তাই হাসপাতাল গেটেই করতে হয়েছে।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মানববন্ধন ও সমাবেশ করতে অনুমতি চেয়েছিল, আমি দেইনি। তবে হাসপাতালের গেট বন্ধ করে তারা কর্মসূচি পালন করলে ঠিক করেনি। বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছি।

চাকরির সুনির্দিষ্ট নীতিমালাসহ ৫ দফা দাবি আদায়ে ‘অধিকার আদায়ে আমরা সবাই এক সঙ্গে’ শ্লোগানে এই কর্মসূচির আয়োজন করে ফারিয়ার কালীগঞ্জ উপজেলা শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বাবুল। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের ফরিচালনায় বক্তব্য রাখেন- ফারিয়া কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, ফরিদুল ইসলাম প্রমুখ। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ৭ম গ্রেডে বেতন, টিএ-ডিএ বৃদ্ধি, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা, ফারিয়ার সরকারি স্বীকৃতি, সাপ্তাহিক ছুটিসহ সব সরকারি ছুটির সুবিধা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *