জাতীয় স্যানিটেশন দিবস ও বিশ্ব হাতধোয়া দিবসে মানিকগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদফতর মানিকগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করে।