নার্সিং সেক্টরে বিতর্কিত কর্মকর্তাদের বদলি শুরু

নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। অধিদফতরের বহুল ‘বিতর্কিত’ দুই সহকারী পরিচালককে (নিজ বেতনে) ঢাকা নার্সিং কলেজের ইনস্ট্রাক্টরের শূন্যপদে বদলি করা হয়েছে। খবর জাগোনিউজের।

তারা হলেন- শিরিনা আক্তার ও মোসাম্মৎ শাহীনুর বেগম। এছাড়াও অধিদফতরে প্রেষণে কর্মরত কো-অর্ডিনেটর, বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টার, ময়মনসিংহ মো. খায়রুল কবীরের প্রেষাণাদেশ বাতিল করে তার মূল কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

নার্সিং অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, অধিদফতরে যেসব কর্মকর্তা দীর্ঘদিন যাবত চাকরিরত, যাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির দীর্ঘদিনের অভিযোগ রয়েছে চলমান শুদ্ধি অভিযানে তাদেরকেই বদলি করা হচ্ছে। তবে অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে আসছেন।

জানা গেছে, গত এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *