চসিক মিডওয়াইফারিতে চালু করা হবে ডিপ্লোমা কোর্স

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু করা হবে। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। 

শনিবার দুপুরে মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শন শেষে চসিকের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে এ আশ্বাস দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের অপর তিন সদস্য হলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জেনারেল অফ নাসিং এ্যান্ড মিডওয়াইফারির সহকারী পরিচালক সঞ্চিতা বড়ুয়া, বাংলাদেশ নার্সিং এ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলরের ডেপুটি রেজিস্ট্রার রশিদা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, মেমন মাতৃসদন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ড ডা. প্রীতি বড়ুয়া ও অধ্যক্ষ লক্ষ্মী দত্ত রায়।

সিটি মেয়র বলেন, ‘নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোকায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন আমাদের মৌলিক কাজ। এই মৌলিক কার্যক্রমের বাইরে গিয়েও চসিক ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৬০টি দাতব্য চিকিৎসালয়, ৪টি মাতৃসদন, হোমিও দাতব্য চিকিৎসালয়, হেলথ টেকনোলজি, মিডওয়াইফ ইনস্টিটিউট পরিচালনা করে আসছে। তারাই ধারাবাহিকতায় চসিক মিডওয়াইফারি দেড়বছর মেয়াদী এই প্রশিক্ষণ ইনস্টিটিউটকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করার উদ্যোগ নেয়া হয়। ১৯৯৯ সালে দেড় বছর মেয়াদী এই মিডওয়াইফারি ইনস্টিটিউট চালু করা হয়।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *