রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (১ অক্টোবর সকাল ৮টা থেকে ২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ৩৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০২ ও ঢাকার বাইরে ২৩৪ জন রয়েছেন।
এর আগের ২৪ ঘণ্টায় (৩০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকায় ১০১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৬৫ জনসহ মোট ২৭৩ জন ভর্তি হন। ফলে গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ৯ শতাংশ কমেছে।
বর্তমান রাজধানীতে ৫২৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯৩৬ জনসহ মোট ১ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৮ হাজার ৬৬০ জন। এর মধ্যে ইতিমধ্যেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৯৬৪ জন।
ডেঙ্গু সন্দেহে ২২৪টি মৃত্যুর তথ্য স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। এর মধ্যে ১২৬টি মৃত্যু পর্যালোচনা করে ৭৫টি মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা তিনগুণ হবে বলে বিভিন্ন সূত্র বলছে।