ক্যাসিনো ইস্যু ও চলমান দুর্নীতিবিরোধী তথা শুদ্ধি অভিযানের কথা চিকিৎসকদের মনে করিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, রোগীদের সঠিকভাবে সেবা না দেয়াটাও একধরনের দুর্নীতি। ‘নিরন্তর গবেষণা : উন্নততর চিকিৎসা ও শিক্ষার সোপান’ শীর্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস-২০১৯ উদযাপন অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে দিবসটি উদযাপিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রী চাচ্ছেন উন্নয়নের সঙ্গে সঙ্গে মানসিক উন্নয়নটাও হোক। সোশ্যাল ডেভেলপমেন্ট ও এথিকসের ডেভেলপমেন্টাও হোক। মানসিকভাবে আমারা যদি ভালো না হই শুধু টাকা থাকলেই একটা দেশ আগে বাড়তে পারবে না।’
তিনি বলেন, ‘আমাদের যদি এথিকস না থাকে তাহেল কিন্তু দেশ এগুতে পারবে না। আমরা যে কাজটি করি, আমরা যে রোগীদের সেবা দেই, এখানেও এথিকসের ব্যাপার আছে। সে এথিকসগুলো মেনে চলতে হবে। অর্থাৎ আমরা যেন সঠিক সেবাটা দেই, সঠিক আচরণটা করি। যে যতটুকু সেবা পাওয়ার দাবিদার তাকে যেন ততটুকু সেবা দেই।’
জাহিদ মালেক বলেন, ‘একটি হাসপাতালে গিয়ে যদি দেখি ডাক্তার নেই, একটা জেলা-উপজেলা হাসপাতালে গিয়ে দেখলাম ডাক্তার নেই। সেটা কিন্তু রোগীরা সেবা থেকে বঞ্চিত হয়ে গেল। মেশিনটা নষ্ট হয়ে রয়েছে, তাহলে কিন্তু আমরা সেবা দিতে পারলাম না। এগুলোকেও ইনডাইরেক্টলি আমরা বলবো দুর্নীতির অংশ। কাজেই এদিকটাও আমাদের অবশ্যই মনে রাখতে হবে।’
তিনি বলেন, ‘আমরা সমাজে পরিবর্তন চাই। নিজেকে দিয়েই পরিবর্তন শুরু করতে হবে। কাজ করলে অনেক প্রতিবন্ধকতা আসে। এরপরও এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে অনেক ভালো কাজ হয়েছে। এ বিশ্ববিদ্যালয়েও কিছুদিন আগে লিভার ট্রান্সফার হয়েছে। পৃথিবীতে মাত্র ছয়টা এ ধরনের লিভার ট্রান্সফার হয়েছে। দেশের দুজনই এখন ভালো আছে। আমাদের ডাক্তাররও বিশ্বে নাম করছেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমআরসি ও মিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়ক ট্রাস্টের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, বিশিষ্ট কলামিস্ট বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান ও প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ।