বাংলাদেশে প্রতি বছর ১২ হাজার ৭৬৪ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এছাড়া প্রতি ১০০ জনে একজন পুরুষ এ রোগে আক্রান্ত হন। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) সর্বশেষ হিসাবে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রোটারি ক্লাবের আয়োজনে স্তন ক্যান্সার সচেতনতা দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
রোটারি ক্লাবের ঢাকা গোল্ডেন সিটির সভাপতি হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন লিখিত বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। বাংলাদেশে ২০০৪ সাল থেকে এ মাসে বিভিন্ন সংগঠন স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালন করে আসছে।
বলা হয়, বাংলাদেশে স্তন ক্যান্সার সচেতনতা ফোরামসহ মোট ৬২টি রোটারি ক্লাব যৌথভাবে এ দিবস উদযাপনের পাশাপাশি পুরো অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা ও শনাক্তকরণে জনসাধারণকে উদ্বুদ্ধ করার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সরের আক্রান্ত ১৯ শতাংশে অবস্থান করছে। যা বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে।
এছাড়া বাংলাদেশে নারী-পুরুষ উভয়ের মধ্যে ৮ দশমিক ৫ শতাংশ এ রোগে আক্রান্ত রোগী রয়েছেন বলে আইএআরসির সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১২ হাজার ৭৬৪ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আর প্রতি ১০০ জনে একজন পুরুষ এ রোগে আক্রান্ত হন।
উত্তরা রোটারি ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, দেশে স্তন ক্যান্সারের প্রচারণা বাড়ায় স্তন ক্যান্সারের লক্ষণ দেখা দিলে নারীরা চিকিৎসকের কাছে যাচ্ছেন। কিন্তু পুরুষদের মধ্যে এ রোগের লক্ষণ দেখা দিলেও তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। ফলে তা জটিল আকারে ধারণ করে। এ কারণে অনেক রোগীর মৃত্যুও হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু সরকার, চিকিৎসক বা সংগঠনের পক্ষে স্তন ক্যান্সার নিয়ন্ত্রণের বিশাল এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। গণমাধ্যমসহ সকল শ্রেণি, পেশার নাগরিকদের এগিয়ে আসতে হবে। নারীসহ দেশের সর্বস্তরের মানুষকে স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ, সূচনায় নির্ণয়, চিকিৎসার প্রাপ্যতাসহ এ রোগের সার্বিক বিষয়ে সচেতন করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে সিসিপিআর পরিচালক মোস্তাকাত জাহান সৌরভ, রোটারি ক্লাবের অধীনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক প্রমুখ উপস্থিত ছিলেন।