এক হাসপাতালেই হবে সব রোগের চিকিৎসা- পরিকল্পনামন্ত্রী

একজন রোগীর নানা ধরনের রোগের চিকিৎসা নেয়ার প্রয়োজন হতে পারে। সেজন্য সেই রোগীকে বিভিন্ন হাসপাতালে ছুটতে হয়। এতে রোগীর অবস্থা দ্রুত সংকটজনক অবস্থায় চলে আসে। তাই একই হাসপাতালে সব রোগের চিকিৎসা দেয়া হবে। ফলে নানা রোগের কারণে রোগীদের ভিন্ন ভিন্ন হাসপাতালে দৌড়াতে হবে না। এজন্য দেশে ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা এমএ মান্নান।

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে ‘ডেঙ্গুগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়েজ (মিলাদ গাজী), নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক সচিব সি কিউ কে মোস্তাক প্রমুখ।

প্রতিবেশী দেশ ভারতের হাসপাতালে এ ধরনের সুবিধা থাকলেও বাংলাদেশে তা নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, একই রোগী নানা রোগের কারণে বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি করেন। তারা যাতে একই স্থানে একাধিক রোগের চিকিৎসাসেবা নিতে পারেন সরকার সে ব্যবস্থা করবে।

ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট প্রসঙ্গে এমএ মান্নান বলেন, এটা একটা বড় প্রতিষ্ঠান, বাংলাদেশে এমন প্রতিষ্ঠান হতেই হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে খুবই উদার। আমাদের অর্থের অভাব নেই, ফলে এ প্রতিষ্ঠান করতে আমরা প্রস্তুত। ব্যক্তিগতভাবে আমি মনে করি, ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট দ্রুত সময়ে হওয়া দরকার। এটা না হওয়ার কোনো কারণ দেখি না।

‘ডেঙ্গুগাথা’ গ্রন্থের গ্রন্থকার অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম চৌধুরীর উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, আপনি ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মাণে উদ্যোগ নেন। আমার কাছে ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প নিয়ে আসেন। আমি কথা দিচ্ছি, এ প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ফিরে যাবে না। এ প্রকল্প অনুমোদনের জন্য সব উদ্যোগ নেয়া হবে। আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের সুচিকিৎসার জন্য উদার।

দেশের মানুষকে সচেতন করতেই ‘ডেঙ্গুগাথা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের মূল্য ২৫০ টাকা। শিমুল প্রকাশনায় বইটি পাওয়া যাবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *