ফরিদপুর মেডিকেলের পর্দা দুর্নীতির অনুসন্ধানে দুদক

 ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আলোচিত সাড়ে ৩৭ লাখ টাকার পর্দাসহ ১৬৬ চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের উপ পরিচালক সামছুল আমলের নেতৃত্বে একটি দল অভিযোগ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছে দুদক।

অভিযোগ অনুসন্ধানে অক্টোবরের প্রথম সপ্তাহে সরেজমিনে ফরিদপুর যাচ্ছে দুদকের বিশেষ টিম। উচ্চ আদালতের বিশেষ নির্দেশনা ও অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। ডিবিসি টিভি

কোরিয়া থেকে কেনা হয়েছে সাড়ে ৩৭ লাখ টাকা দামের পর্দা ব্যবহার হয়নি কয়েক বছরেও। কেবল পর্দাই নয়, একই সাথে যুক্তরাষ্ট্রে তৈরি ভিএসএ অনসাইড অক্সিজেন জেনারেটিং প্ল্যান্ট কিনতে খরচ দেখানো হয়েছে পাঁচ কোটি ২৭ লাখ টাকা। অভাবনীয় দাম দেখিয়ে কেনা সে যন্ত্রও ফেলে রাখা হয়েছে। এ হাসপাতালের জন্য ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন যন্ত্রপাতি কেনায় আর্থিক অনিয়মের ঘটনায় হাইকোর্ট ২০ আগস্ট ছয় মাসের মধ্যে দুদককে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *