দেশের প্রথম স্কিন ব্যাংক চালু হচ্ছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গড়ে ওঠা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হতে যাচ্ছে দেশের প্রথম স্কিন ব্যাংক। শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা জানাতে শনিবার এক অনুষ্ঠানে এ কথা জানান ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি বলেন, বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিন ব্যাংক সুবিধা চালু হতে যাচ্ছে এখানে। ফলে এই প্রতিষ্ঠান বেশি পোড়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। স্কিন ব্যাংকে মৃতব্যক্তির চামড়া বা ত্বক সংরক্ষণ করা হয়। সেই চামড়া পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি, এসিড দগ্ধ রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়।

সামন্ত লাল সেন জানান, এটি বাংলাদেশের একমাত্র সরকারী হাসপাতাল, যেখানে রয়েছে হেলিপ্যাড। যাতে জরুরী ভিত্তিতে রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। জাতীয় বার্ন ইউনিটে পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, এখানে দশটি আধুনিক অপারেশন থিয়েটার রয়েছে। যার মধ্যে চারটিতে ২৪ ঘণ্টা সেবা দেয়া হবে। এখানে হাইপারবারিক অক্সিজেন থেরাপির মাধ্যমে শ্বাসনালী পুড়ে যাওয়া এবং দীর্ঘদিন না শুকানো ক্ষতের আধুনিক চিকিৎসা নিশ্চিত করা যাবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনে আমাদের প্রত্যাশা, আমরা যেন এই ইনস্টিটিউট সম্পর্কে তার প্রত্যাশাগুলো, তার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারি।

বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন বলেন, আমরা অনেক গর্বিত এবং আমাদের কাছে এটি অত্যন্ত আনন্দের বিষয় যে, প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে যতগুলো পুরস্কার লাভ করেছেন, তার বেশিরভাগই স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। উল্লেখ্য, গত বছর ২৪ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখাঁরপুল এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে ১২ তলা ‘শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *