মুখ ও দাঁতের যত্নে অনেক রোগ হতে দূরে থাকা যায়

মুখের সুস্বাস্থ্য শারীরিক সুস্থতার পরিপূরক। মুখের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে মুখের রোগের পাশাপাশি অনেক ধরনের শারীরিক সুস্থতা নিশ্চিত করা যায়। বহু গবেষণায় দেখা যায়, দাঁত ও মাড়ির রোগের সঙ্গে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, হৃৎপিণ্ডের প্রদাহ, ডায়াবেটিস, কিডনি রোগ, স্বল্প ওজনের শিশুর জন্ম, গর্ভপাত ইত্যাদি জড়িত।

নিয়মিত মুখের যত্নে দাঁতের সৌন্দর্য ও কার্যকারিতা যেমন রক্ষা পায়, তেমনি মুখের দুর্গন্ধ দূর হয়, মুখের ক্যানসার প্রতিরোধ হয়। এ ছাড়া মাড়ির রোগে অকালে মূল্যবান দাঁত হারানো প্রতিরোধ হয়।

কীভাবে মুখ ও দাঁতের যত্ন নেবেন

l প্রতিদিন দুবার ফ্লুরাইডযুক্ত পেস্ট (সকালে নাশতার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে) দিয়ে সঠিক নিয়মে ব্রাশ করুন

l ব্রাশের সঠিক নিয়ম জানার জন্য প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন

l ২৪ ঘণ্টায় অন্তত একবার হলেও ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করুন

l নিয়মিত আঁশজাতীয় পুষ্টিকর খাবার গ্রহণ করুন

l প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করুন (টানা ১৫ দিনের বেশি নয়)

l বছরে একবার ডেন্টাল সার্জনের পরামর্শ নিন

যা করবেন না

l প্রতিদিন বেশি পরিমাণে অ্যাসিডিক খাবার খাবেন না

l দীর্ঘক্ষণ ও জোরে জোরে দাঁত ব্রাশ করবেন না

l  গরম খাবার গ্রহণের সঙ্গে সঙ্গেই ঠান্ডা খাবার খাবেন না

l দাঁত দিয়ে বোতলের ছিপি খোলার চেষ্টা করবেন না

l বিজ্ঞাপন দেখে দাঁত অতিরিক্ত সাদা করার চেষ্টা করবেন না
ডা. মো. সুমন রেজা, দন্ত্যচিকিৎসক, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *