হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে ব্লাড ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব সিএমএল দিবস ২০১৯ উপলক্ষে রবিবার বিএসএমএমইউর বটতলা থেকে একটি জনসচেতনতামূলক র্যালি এবং র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএসএমএমইউর অধ্যাপক ডাঃ এবিএম ইউনুসের সভাপতিত্বে ও সোসাইটির মহাসচিব ও বিএসএমএমইউর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ মোঃ ফখরুদ্দিন ভূঁইয়া, ঢাকা মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ অখিল চন্দ্র বিশ্বাস, ক্যান্সার হাসপাতালের ডাঃ একেএম মাইনুল ইসলাম, সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ প্রমুখ। সিএমএল হলো এক ধরনের ব্লাড ক্যান্সার যা কোন জটিলতা ছাড়াই মুখে খাওয়ার ওষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়।
বিএসএমএমইউতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা ॥ বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে রবিবার নবনিযুক্ত ৫ সহকারী প্রক্টর বি ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, (সিনিয়র) সহকারী প্রক্টর কলোরেক্টাল সার্জন সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবু তাহের, নবনিযুক্ত সহকারী প্রক্টর নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ কেএম তারিকুল ইসলাম, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলাম জোয়ারদার, অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারহান আলী রাজিব, হেপাটোবিলিয়ারি এ্যান্ড প্যানক্রিয়েটিক লিভার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নূর-ই-এলাহী প্রমুখ -বিজ্ঞপ্তি