র্যাব-২ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি দল গত মঙ্গলবার রাজধানীর হাতিরপুলের একটি নকল পণ্য তৈরির কারখানা ও গুদামে অভিযান চালিয়েছে। নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে নকল ওষুধ ও প্রসাধনসামগ্রী তৈরি করে বিদেশি বলে বাজারজাত করে আসছিল সিলভান ট্রেডিং কোম্পানি। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে দুই বছরের কারাদণ্ড দেন। প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের নকল পণ্য জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
সূত্রঃ প্রথমআলো