দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গ আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করলেও তুলনামূলকভাবে রাজধানী ঢাকার বাইরে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অ্যালবোপিকটাস নামের নতুন প্রজাতির এডিস মশা ডেঙ্গু ছড়াচ্ছে জেলা উপজেলা শহরগুলোতে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
সম্প্রতি যশোর, কুষ্টিয়া ও মেহেরপুর পরিদর্শনে গিয়ে এক জরিপে এমন তথ্য পেয়েছে আইইডিসিআর।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ভাইরাস ছড়ায় এডিস মশা।
এডিসের দুটি প্রজাতির এডিস ইজিপটাই ও এডিস অ্যালবোপিকটাস। কয়েক বছর ধরে বলা হচ্ছে, এডিস ইজিপটাই ডেঙ্গু ছড়াচ্ছে। তবে এখন ঢাকার বাইরে ডেঙ্গু ছড়াছে অ্যালবোপিকটাস প্রজাতির মশা। এ প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু হলেও তা বেশিরভাগ ক্ষেত্রেই মারাত্মক আকার নেয় না। তারপরও মশা নিধনে গ্রামভিত্তিক প্রকল্পের পরামর্শ তাদের। এদিকে, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি কমলেও মৃত্যু থামছে না।
চলতি বছর এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩ জনের মৃত্যুর তথ্য এসেছে। তন্মধ্যে আইইডিসিআর ১০১টি মৃত্যু পর্যালোচনা করে ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হয়েছে। বেসরকারী হিসাবে মৃত্যুর সংখ্যা আরো অনেক। এদিকে চলতি বছরের জানুয়ারি ১ থেকে ১৫ সেপ্টেম্বর সর্বমোট ভর্তিরোগী ৮১ হাজার ১৮৬ জন।একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪ শত ৩৭জন।
এদিকে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ২ হাজার ৫শত ৪৬ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ১হাজার ৩৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ১,৫১৩ জন।