হৃদরোগকে পেছনে ফেলে বিশ্বের ধনী দেশগুলোতে নাগরিকদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণঘাতী রোগ ক্যান্সার। দীর্ঘদিন ধরে পরিচালিত দুটি জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
তবে বিশ্বজুড়ে এখনও মধ্যবয়সীদের মৃত্যুর প্রধান কারণ হয়ে রয়েছে হৃদরোগ। ২০১৭ সালে হৃদরোগে বিশ্বজুড়ে ১ কোটি ৭০ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়। বর্তমানে হৃদরোগের চেয়েও বেশি মানুষ মরছে ক্যান্সারে।
এক জরিপের মাধ্যমে মেডিকেল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়।
এ জরিপের সঙ্গে পরিচালক কুইবেকের লাভাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক গিলেস ডেগানাইস বলেছেন, ‘বিশ্বে নতুন ধরনের বিভিন্ন অনিরাময়যোগ্য রোগের প্রকোপ দেখা যাচ্ছে। ধনী দেশগুলোতে হৃদরোগ এখন আর মৃত্যুর প্রধান কারণ নয়।’
তার দেওয়া তথ্যানুযায়ী, ২০১৭ সালে ক্যান্সারেই ধনী দেশগুলোতে বেশি মানুষ মরেছে। ধনী, মধ্যম আয় ও নিম্ন আয়ের কয়েকটি দেশে এক লাখ ৬০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়েছে অধ্যাপক ডেগানাইসের নেতৃত্ব একটি বিশাল দল। ফলাফল বিশ্নেষণ করে তারা দেখেছেন, দরিদ্র দেশগুলোর চেয়ে ধনী দেশের নাগরিকদের ক্যান্সারে মৃত্যুর হার ২ দশমিক ২ শতাংশ বেশি।