সরকার দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার ও কিডনি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেন, দেশে ক্যান্সার ও কিডনিরোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই দু’টি রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। দরিদ্র রোগীর পক্ষে বেসরকারী হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয়ে উঠে না। সাধারণ মানুষের একমাত্র ভরসা সরকারী হাসপাতাল। রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি’তে নতুন সিটি স্ক্যান ও এমআরআই মেশিন স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।