মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান মেডিএইডারের স্বাস্থ্য সেবা কার্ড ব্যবহার করে ভারতসহ ৫টি দেশের ১১ হাজার ২৫০টি হাসপাতালে সেবা নিলে ছাড় মিলবে।
সোমবার (২৬ আগস্ট) স্বাস্থ্য সেবা কার্ডের আনুষ্ঠানিক সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে মেডিএইডার, ভারতে ভিবি হেলথ ও কিউরমার্ট যৌথভাবে এ কার্ডের মাধ্যমে সেবা প্রধান করবে।
মেডিএইডারে প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম বলেন, দেশের বাইরে চিকিৎসা সেবায় ভিসা প্রসেস থেকে শুরু করে যাতায়াত, আবাসন, চিকিৎসা, ওষুধসহ যাবতীয় সেবা এ কার্ড ব্যবহার করে মিলবে। মেডিএইডারের গ্রাহকরা বিনামূল্যে এ কার্ড পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, অনেকে জায়গা-জমি বিক্রি করে চিকিৎসার জন্যে বিদেশে যান। কিন্তু সেখানে গিয়ে অনেকে প্রতারিত হয়েছেন বলে শোনা যায়।
‘স্বাস্থসেবা মানুষের অধিকার। আশা করছি, মেডিএইডার তাদের স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে মানুষের সেই অধিকার নিশ্চিত করবে।’
অনুষ্ঠানে ভারতের ভিবি হেলথ বিজনেস পরিচালক রাঘবেন্দ্র প্রসাদসহ প্রতিষ্ঠানগুলো ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।