ঐতিহাসিকভাবে পৃথিবীতে সর্বাধিক ডেঙ্গু আক্রান্ত দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। ভৌগোলিকভাবে এডিস মশার বংশবিস্তার করার জন্য উপযুক্ত নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং পরিবেশ রয়েছে ১৮ হাজার দ্বীপপুঞ্জের দেশটিতে। ইন্দোনেশিয়ায় সারা বছরই কমবেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকে। তবে বেশি বৃষ্টিপাতে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি হওয়ার কারণে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি থাকে।
ইন্দোনেশিয়ায় গড়ে বছরে ১ লক্ষ ৩০ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয় এবং ২০০৫ সাল থেকে গড়ে এক হাজার মানুষের মৃত্যু ঘটেছে ইন্দোনেশিয়ায়। তবে ২০১৭ সাল থেকে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। ২০১৬ সালে সর্বাধিক ২ লক্ষাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল দেশটিতে, যার মধ্যে ১৫৯৮ জনের মৃত্যু হয়েছিল। ২০১৭ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৬৮ হাজার আর মৃত্যু হয়েছিল ৪৯৩ জনের। এ বছর ডেঙ্গু মৌসুমে ইন্দোনেশিয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে সর্বাধিক কমবেশি ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল ২০১৬ সালে।(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: এম আর করিম রেজা, জাকার্তা প্রবাসী চিকিৎসক