বাড়ির ছাদে এডিস মশার লার্ভা, দুই লাখ টাকা জরিমানা

বাড়ির ছাদে এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশানের এক বাড়ির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে।

অভিযান চলাকালে গুলশান-২ এর ৪৪নং সড়কের এনডব্লিউবি ২৮(১১৯) নম্বর বাড়ির ছাদে প্রচুর এডিস মশার লার্ভা এবং এডিসের বংশ বিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া যায়। বাড়িটির ছাদের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। সেখানে পানি জমে থাকা প্রচুর মাটির পাত্র, আগাছার জঙ্গল, পরিত্যক্ত খোলা টিন, কমোড ইত্যাদি পাওয়া যায়। ওইসব স্থানে এডিস মশার প্রচুর লার্ভা মেলে।

পরে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বাড়ির মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *