রক্তদাতা খুঁজে নেয়ার জন্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রয়েছে শত শত পেজ এবং গ্রুপ। প্রতিদিন হন্যে হয়ে অনেকেই রক্তদাতাকে খুঁজেন। ম্যানেজও হচ্ছে প্রচুর রক্তদাতা। কিন্তু এর উল্টোটা দেখেছেন? হন্যে হয়ে রোগীকেই যদি রক্তাদাতা খোঁজে?
হ্যাঁ! ঠিক এমনটিই হচ্ছে ‘রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ‘ নামক ফেসবুক গ্রুপে। যেখানে রক্ত দেয়ার জন্য অপেক্ষায় থাকছে শত শত রক্তদাতা।
২০১৫ সালের ৯ ডিসেম্বর এই প্লাটফর্মটি গড়ে তোলা হয়। সদস্য এখন প্রায় তিন লাখ।
এই গ্রুপটা মূলত ভলান্টিয়ার এবং প্রস্তুত রক্তদাতাদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। প্রস্তুত রক্তদাতারা রক্তদানের আগ্রহ জানিয়ে পোস্ট করেন, এবং ভলান্টিয়াররা তাঁদের রোগী খুঁজে দেন।
গ্রুপের বলা হয়েছে, আপনি নিজে জয়েন করুন, আপনার ফ্রেন্ড লিস্টের যারা যারা রক্তদানে ইচ্ছুক তাঁদের যুক্ত করুন এই গ্রুপে… যারা রক্তদানে ইচ্ছুক নন, তাঁদেরও যুক্ত করুন… কারন এতে হয়তো তাঁদের মাঝেও পরিবর্তন আসবে।
ফোন করুন : ০১৭৫৬৯৬৩৩০৮, ০১৭৪৮৩০৬০২৭।
এই গ্রুপের কাজসমূহ : প্রস্তুত রক্তাদাতাদের জন্য রোগী খুঁজে দেয়া, রক্তদানে সচেতনতা তৈরি, সচেতনতা বৃদ্ধিতে অনলাইন এবং অফলাইন উদ্যোগ নেয়া এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন প্ল্যান বাস্তবায়ন করা।