ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রবিউল ইসলাম নামের (১৭) এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে মারা যায় রবিউল। ডেঙ্গুতে আক্রান্ত হলে ৩০ জুলাই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিহত রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে।
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খইরুল কবির জানান, নিহত রবিউল ইসলাম আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছিল। এখন পর্যন্ত আর কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই।
তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে ৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করছেন। আর এখানে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে ৮৬ জন বাড়ি ফিরে গেছেন। তবে যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন।