ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পানির চরম সংকট দেখা দিয়েছে। চিকিৎসকগণ জানিয়েছেন, ধারণক্ষমতার পাঁচগুণ বেশি রোগী থাকায় এ সংকট দেখা দিয়েছে। এখন ডেঙ্গু আক্রান্ত রোগীতে হাসপাতাল ভরে গেছে। প্রত্যেক রোগীর সঙ্গে কয়েকজন করে এটেনডেন্টতো আছেই।
কিডনি ফেইলর একজন রোগীর আরজেন্ট ডায়ালাইসিসের জন্য সেখানকার এক চিকিৎসকের শরনাপন্ন হলে তিনি জানালেন, নিয়মিত হেমোডায়ালাইসিসের রোগীরাও এখন পানির অভাবে ডায়ালাইসিস করাতে পারছেন না। অনেককে ইতিমধ্যে ফেরত দেয়া হয়েছে। মাত্র চার পাঁচটি মেশিনে কোনমতে ডায়ালাইসিস চালানো হচ্ছে!
সূত্রঃ বিডি প্রতিদিন