গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে রবিবার বিকেলে একটি সংঘবদ্ধ প্রতারক ও দালাল চক্রের ৮ নারীসহ ১৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ড প্রাপ্তরা চিকিৎসা সংশ্লিষ্ট স্থানীয় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ও দালাল। প্রতারণার মাধমে ওই হাসপাতালে আগত রোগীদের ভাগিয়ে অন্যত্র নেয়ার দায়ে তাদের দন্ড দেয়া হয়।
র্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আগত রোগীদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে হাসপাতাল এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক/দালাল চক্রের সদস্যরা অবস্থান করছে। তারা ওই সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের কৌশলে ভাগিয়ে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি ও রোগ পরীক্ষার জন্য নিয়ে যায়। বিনিময়ে তারা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ভাতা/বকশিশ পায়। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের উপস্থিতিতে র্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা সেখানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ৮ নারীসহ ওই চক্রের ১৫ জনকে আটক করে।