ডেঙ্গুজ্বরে আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে দেশের প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) । ৩ আগষ্ট শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্মসূচি চলে। সংগঠনের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি-সিএসআর কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। কর্মসূচিতে টিএমজিবির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ কাওছার উদ্দিন, আরাফাত সিদ্দিকী সোহাগ, খালেদ আহসান, আল আমিন দেওয়ান, ইমরাদ তুষার, গোলাম দোস্তগীর তৌহিদ, নাজমুল হোসেন, বদরুদ্দোজা মাহমুদ তুহিন, সদস্য ফজলে রাব্বি, জাহিদুল ইসলাম সজল, মিরাজুল ইসলাম জীবন প্রমুখ এবং বিসিএসের পরিচালক মোস্তাফিজুর রহমান তুহিন উপস্থিত ছিলেন।
টিএমজিবির সদস্যসহ বিভিন্ন সংগঠনের সদস্যগণ প্রায় অর্ধশত ব্যাগ রক্ত প্রদান করেন। সংগৃহীত রক্ত রেড ক্রিসেন্ট সোসাইটিকে প্রদান করা হয়। টিএমজিবির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ কাওছার উদ্দিন বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এ রক্তদান কর্মসূচির আয়োজন করেছি আমরা।
বাংলাদেশ কম্পিউটার সমিতি কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। আয়োজনের সহযোগিতায় ছিলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ।