ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রাজধানী ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক। এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বহুসংখ্যক মানুষ। বেশ কয়েকজন মারাও গেছেন।

এডিস নামের মশার কামড়ে এই প্রাণঘাতী রোগের সংক্রমণ ঘটে। এ বিষয়ে গত ২১ জুলাই বিশেষ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটিতে তাদের ভেরিফাইডে পেইজে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে।সেখানে ডেঙ্গুর যে লক্ষণগুলো বিষয়ে সতর্কবার্তা তুলে ধরা হয়েছে। 

সেখানে বলা হয়েছে:

আপনার যদি ৩-৭ ধরে জ্বরের পাশাপাশি নিম্নলিখিত উপসর্গগুলো থাকে তবে বুঝতে হবে যে, আপনি 
ডেঙ্গু রোগে আক্রান্ত 

১. প্রচণ্ড পেটে ব্যথা
২.মাড়িতে রক্তপাত
৩. দীর্ঘকালীন বমি 
৪. ক্লান্তি / অস্থিরতা
৫. দ্রুত শ্বাস-প্রশ্বাস
৬. বমিতে রক্ত

এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *