এশিয়ায় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু!

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে শুধু বাংলাদেশ নয়, এশিয়ার বেশ কয়েকটি দেশে ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটছে। সিঙ্গাপুরে গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছে ৬৫২টি। আর সবমিলিয়ে এ বছর দেশটিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আট হাজার ২৩টি। 

ফিলিপাইনে চলতি বছর ডেঙ্গুতে অন্তত ৪৫৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক লাখ ছয় হাজারের বেশি। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় ৮৫ ভাগ বেশি। পরিস্থিতির ভয়াবহতায় দেশজুড়ে জাতীয় ডেঙ্গু সতর্কতা জারি করেছে ফিলিপাইন।

থাইল্যান্ডে ডেঙ্গুতে প্রাণ গেছে অন্তত ৬২ জনের। আক্রান্ত হয়েছেন ৪৪ হজারের বেশি। গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় সাড়ে চার হাজার রোগী।  ডেঙ্গুতে মালয়েশিয়ায় মারা গেছেন একজন। আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার।

এছাড়া, কম্বোডিয়া, চীন ও ভিয়েতনামেও মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। 

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *