ডেঙ্গু ছড়িয়ে পড়ছে সারা দেশে

রাজধানীর বাইরে আক্রান্ত ৫৫ জন

খুলনার ফাহিমা আফরোজ (৩৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন এ মাসের শুরুতে। তিনি সুস্থ হয়ে উঠতেই তার শাশুড়ি এবং মেয়েও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তারা। তাদের প্রতিবেশীদের অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ফাহিমা।

শুধু খুলনা নয় চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, গাজীপুরসহ রাজধানীর আশপাশের জেলা শহরে শনাক্ত হয়েছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে জানা যায়, এ পর্যন্ত সরকারি হিসেবে রাজধানীর বাইরে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ৮ জন, খুলনায় ১৯ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৮৫ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, মিটফোর্ড হাসপাতালে ৬৬ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৬ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪০ জন, সেন্ট্রাল হাসপাতালে ১১ জন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ডেঙ্গু ঠেকাতে সচেতনতা জরুরি। জ্বর অনুভূত হলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রথমে ডেঙ্গু জ্বর হয়েছে কি না সেটা শনাক্ত হতে হবে। চিকিৎসক পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করবেন। ডেঙ্গু হলে রোগীকে প্রচুর তরল খাবার গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *