সম্প্রতি কঙ্গো-রোয়ান্ডা সীমান্তবর্তী গোমা শহরের ২০ লাখ বাসিন্দার মধ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ ইবোলা রোগের জীবাণু।ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণের ঘটনায় ২০১৮ সালের অগস্ট মাস থেকে এই পর্যন্ত মারা গিয়েছেন ১,৬০০ এর চেয়েও বেশি মানুষ।কঙ্গোর প্রাণঘাতী ইবোলা মহামারীকে আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।কঙ্গোর প্রাণঘাতী ইবোলা মহামারীকে আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বুধবার জেনিভায় এই ঘোষণা করা হয়। সম্প্রতি কঙ্গো-রোয়ান্ডা সীমান্তবর্তী গোমা শহরের ২০ লাখ বাসিন্দার মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভয়াবহ রোগের জীবাণু।
এর আগে তিন বার ইবোলা সংক্রমণ নিয়ে রাষ্ট্রপুঞ্জের স্বাস্থ্য পরিষদকে এই ঘোষণা করার আবেদন নাকচ করেছিল হু-এর বিশেষজ্ঞ কমিটি। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা ইবোলা সংক্রমণকে বিশ্বব্যাপী সংকট হিসেবে ঘোষণার পক্ষে বার বার সওয়াল করেছেন। ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ইবোলা সংক্রমণের ঘটনায় ২০১৮ সালের অগস্ট মাস থেকে এই পর্যন্ত মারা গিয়েছেন ১,৬০০ এর চেয়েও বেশি মানুষ।
উত্তর পূর্ব কঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর-সহ শহর গোমায় লাফিয়ে বাড়ছে ইবোলা আক্রান্তের সংখ্যা। কঙ্গোর এক অসুস্থ মাছ ব্যবসায়ী উগান্ডা সফর সেরে ফেরার পরে ইবোলা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে উদ্বেগ ও আতঙ্ক বাড়তে থাকে।
তবে হু প্রধান টেড্রস অ্যাডানোম ঘেব্রেইসাস জেনেভায় এই ঘোষণার পরে জানিয়েছেন, এই মুহূর্তে ইবোলা সংক্রমণের হার বেশি আঞ্চলিক স্তরে। আক্রান্ত এলাকার বাইরে রোগ ছড়িয়ে পড়ার হার অনেক কম।
উল্লেখ্য, ইতিহাসে এই নিয়ে পঞ্চম বার কোনও অসুখকে আন্তর্জাতিক সংকট তকমা দিল হু। এর আগে ২০১৪-১৬ সালের মধ্যে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণের ফলে ১১ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার পরে এই ঘোষণা করা হয়েছিল। এছাড়া আমেরিকায় জিকা ভাইরাস সংক্রমণ, সোয়াইন ফ্লু-এর বিশ্ব্যাপী প্রকোপ এবং পোলিও সংক্রমণকে আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট হিসেবে অভিহিত করা হয়েছিল।
সুত্র ঃ এই সময়