ডেঙ্গুরোধে সচেতন হতে বিসিসি মেয়রের আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর সম্পর্কে সচেতনতার জন্য বরিশাল নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সচেতনতার পাশাপাশি প্রতিরোধের আহ্বান করেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্য বার্তার ওপর গুরুত্বারোপ করে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, মন্ত্রণালয়ের ওই বার্তায় বলা হয়েছে- ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার কামড়ে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বর সেরে যায়। তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ারোগ প্রতিরোধ করা সম্ভব।

মেয়র সাদিক আব্দুল্লাহ নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, আপনার ঘরবাড়ি এবং আশেপাশে যেকোন পাত্র বা জায়গায় জমে থাকা পানি তিনদিন পরপর ফেলে দিন। এর ফলে এডিস মশার লার্ভা মরে যাবে। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘঁষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা-নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল, পলিথিন-চিপসের প্যাকেট, ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *