দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছেঃ সংসদে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভেজাল ও ফরমালিনযুক্ত খাবার গ্রহণ, ধূমপানসহ নানা কারণে প্রতিবছর ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ক্যান্সার রোগী বৃদ্ধি পেলেও সেই তুলনায় চিকিৎসা ও ক্যান্সার হাসপাতাল কম হওয়ায় ক্যান্সার রোগী এবং অভিভাবকরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার রোগীদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিতকরণের জন্য এবং রোগী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবের জন্য ইতোমধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে একটি করে আধুনিক চিকিৎসা সম্মিলিত স্পেশাল ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সরকারী দলের আরেক সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারাদেশে সরকারী পর্যায়ে ২০টি উন্নত ও বিশেষায়িত হাসপাতাল রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে মোট ১৫টি। মন্ত্রী বলেন, উন্নত চিকিৎসায় বিদেশ গমনরোধ করার জন্য সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার বিদেশ গমনরোধ করার জন্য সরকার সারা দেশে উন্নত ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। আর বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *