যশোর হাসপাতালে ৪ দালালকে দন্ড এবং ক্লিনিককে জরিমানা

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪ দালালকে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং হাসপাতাল এলাকায় লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন রোগীদের ৮৫ হাজার টাকা ফেরত দিতে বাধ্য করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুর ১২টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে সদর উপজেলার পুলেরহাট এলাকার হায়দার আলীর ছেলে মনিরুজ্জামান মনির, শেখহাটি পূর্বপাড়ার জোবায়ের হোসেনের ছেলে জাফর হোসেন, শহরের রেলগেট এলাকার ইসরাফিল শেখের ছেলে রুবেল শেখ ও ঘোপ এলাকার শরিফুজ্জামানের ছেলে রকিবুজ্জামান সাচ্চুকে আটক করেন। তারা বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধি হয়ে হাসপাতালে রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৫২ ধারায় প্রত্যেকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

এরপর ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল এলাকার লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় আদালত হাসপাতালের টিকেট নিয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসকদের অপেক্ষা করতে দেখতে পান। এছাড়া ক্লিনিকের পর্যাপ্ত ডাক্তার, নার্স, প্রয়োজনীয় যন্ত্রপাতি কোন কিছু না পাওয়ায় ক্লিনিকের মালিক লাইলি ইয়াসমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *