‘ব্লাড ডোনেশন চ্যালেঞ্জ’ গ্রহণ করে রক্তদান করতে বিশ্বজুড়ে মানুষকে উৎসাহিত করার জন্য ১৬ জুন রক্তদান কার্যক্রম শুরু হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভি ব্যক্তিত্ব শারমিন লাকি। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব অভি এবং মোস্তফা মাহবুব হাসান।
অনুষ্ঠানটি মহাখালী ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। যেখানে মানুষ রক্তদান করে এবং সোশ্যাল মিডিয়াতে (ফেসবুক) এ রক্তদানের ছবি আপলোড করে (ব্লাড ডোনেশন চ্যালেঞ্জ) এবং রক্তদান করার জন্য তাদের বন্ধুকে চ্যালেঞ্জ করে। বিশ্বজুড়ে মানুষের রক্তদানে উৎসাহিত করার জন্য এই রক্তদান কার্যক্রম চলবে ৩০ জুলাই পর্যন্ত।
নীতিনির্ধারক, সেলিব্রিটি, উয়োলো দেশ রাষ্ট্রদূত, রক্তদাতা স্বেচ্ছাসেবীরা রক্তদান চ্যালেঞ্জকে জোরদার করে বিশ্বের বিভিন্ন অংশে রক্ত দান শুরু করবে। চ্যালেঞ্জিং দ্বারা তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের সমর্থকরা নিয়মিত স্বেচ্ছাসেবীয় রক্তদান করতে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে প্রচার করবে।
প্রায় এক মিলিয়ন রোগীর জন্য বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬ মিলিয়ন মানুষ রক্তদানের সঙ্গে সম্পৃক্ত থাকে। এর মধ্যে ৫ শতাংশ ও নেগেটিভ গ্রুপের রক্তধারী মানুষ মারা যায় সঠিক সময়ে রক্ত না পাওয়ার জন্য। প্রতি বছর প্রায় ৬ হাজারেরও বেশি শিশু জন্মগ্রহণ করে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় এবং এই থ্যালাসেমিয়া রোগের জন্য প্রতি মাসেই তাদের রক্তের প্রয়োজন হয়। এখনও বাংলাদেশে জাতীয় রক্তের চাহিদার প্রায় ৩২ শতাংশ আসে পেশাজীবী রক্তদাতাদের কাছ থেকে (যাদের অধিকাংশই মাদকাসক্ত)। অধিকাংশ উন্নয়নশীল দেশের রক্তদানের চিত্র প্রায় একই রকম।
‘ব্লাড ডোনেশন চ্যালেঞ্জ’ এই উদ্যোগটি গ্রহণ করে ব্লাডম্যান। আশা করা হচ্ছে, এই উদোগ্যের মাধ্যমে সারা বিশ্বে কয়েক লাখ রক্তদান হয়ে থাকবে।