আড়ং-এ অভিযান চালিয়ে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে যাওয়া সেই উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ভেজাল বিরোধী অভিযান আরও জোরদার করেছেন। নতুন উদ্যম আর দৃঢ় প্রত্যয়ে এবার তিনি অভিযান চালিয়েছেন ওষুধের ফার্মেসিগুলোতে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর সূত্রাপুর এলাকায় ১১ ফার্মেসিকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল ও আফরোজা রহমান।
প্রথমে সূত্রাপুরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়।