যৌন হয়রানির দায়ে পপুলারের সেই চিকিৎসককে স্থায়ী অব্যাহতি

রোগীকে যৌন হয়রানির দায়ে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের চিকিৎসক শওকত হায়দারকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ জুন) পপুলার হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত্যকুমার নাগ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চিকিৎসক শওকত হায়দার আমাদের হাসপাতালের কর্মী নন। তিনি খণ্ডকালীন সপ্তাহে দুদিন চেম্বার করতেন। যেহেতু বিষয়টি আমাদের এখানে ঘটেছে এবং আমাদের নাম এসেছে, তাই তাকে এখানে চেম্বার করা থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’ এছাড়া তাদের কিছু করার নেই বলেও জানান তিনি।
গত শনিবার (১৫ জুন) দুপুরে পপুলার হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
চিকিৎসক শওকত হায়দার এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী । তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, চিকিৎসক শওকত হায়দার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করেছেন। তিনি প্রাইভেট প্রাক্টিস করেন। তার বিএমডিসি নম্বর এডি-১৬০৬। বাড়ি যশোরে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো তিনি সেখানে রোগী দেখেন। 

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *