সরকারি চাকরিতে নিয়োগ দাবি মেডিকেল টেকনোলজিস্টদের

সরকারি চাকরিতে নিয়োগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। 

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারি করে সেখানে কর্মরত চাকরিজীবীদের সরকারি চাকরির সুযোগ করে দিচ্ছে, তাহলে আমরা কেন বাদ যাব। আমরা কেন অবহেলিত হয়ে থাকব। আদালত থেকে আমাদের সুবিধার বিষয়ে নির্দেশ দেওয়া হলেও সেটার বাস্তবায়ন হচ্ছে না।’ 

বক্তারা এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম। তাদের দাবিগুলো হলো- টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি করা, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের আলোকে ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন করা, স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ সংশোধন ও মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নতিকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং মেডিকেল টেকনোলজি কোর্স আগের মতো চার বছরে বহাল রাখা।

কর্মসূচিতে সংগঠনের সদস্য শেখ সাদী, রিপন সরকার পল্লব, শফিক উদ্দিন, আবদুল জলিল, সেলিম, রিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *