বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ চিকিৎসক গ্রেফতার

ভারত থেকে অবৈধভাবে আনা ওষুধসহ চট্টগ্রামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর খুলশী এলাকা থেকে বাবলু হোসেন (৩০) নামে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ওসি প্রণব চৌধুরী।

গ্রেফতার বাবলু সিলেটের কোম্পানিগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি চট্টগ্রামের খুলশী থানাধীন জাকির হোসেন রোডের এক বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি প্রণব চৌধুরী বলেন, গ্রেফতার ওই ব্যক্তি সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। বুধবার রাতে রিকশাভ্যানে করে কয়েক বস্তা ওষুধ নিয়ে যাওয়ার সময় খুলশী এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবলুর সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে প্যারাসিটামল গ্রুপের বিভিন্ন ভারতীয় কোম্পানির প্রায় দুই লাখ ৪০ হাজার ট্যাবলেট পাওয়া যায়। এসব ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

তিনি আরো বলেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি বলেছেন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে এসব ওষুধ বাংলাদেশে এনে চট্টগ্রাম নগরীর হাজারী গলি এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করতেন। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *