‘স্বাস্থ্য সুরক্ষা আইন হলে সেবার মান বাড়বে’: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের কার্যক্রম চলছে। ইতোমধ্যে আইনটি মন্ত্রিসভায় নিয়েছিলাম। সেখান থেকে কিছু অবজার্ভেশন দেয়া হয়েছে। সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন এ তথ্য জানান।

এ আইন হলে কী কী সুফল পাওয়া যাবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্যায় হলে জবাবদিহিতা থাকবে। এ আইনের মাধ্যমে সেবার মান বাড়বে। অযাচিতভাবে কোনো ডাক্তার বা নার্সকে হামলা করলে এ আইনে ব্যবস্থা নেয়া যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে দ্বিতীয় শিফট করার বিষয়ে পরিকল্পনা হচ্ছে।  ইমার্জেন্সি, মেডিসিন বিভাগ ছাড়া অনান্য ডাক্তারদের কর্মঘণ্টা হল সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এজন্য ২ টার পরে গেলে হাসপাতালে ডাক্তার কম দেখা যায়। তার মানে এই নয় যে ডাক্তাররা অনুপস্থিত। এজন্য সেকেন্ড শিফট চালু করা যায় কি না তা নিয়ে আমরা ভাবছি।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করাটাই আমাদের মূল লক্ষ্য। এজন্য হাসপাতালগুলোতে মনিটরিং বৃদ্ধি করা হয়েছে।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫ হাজার বেডে উন্নীত করার কাজ শুরু হয়ে গেছে জানিয়ে তিনি আরো বলেন, ‘আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে কাজ সম্পন্ন হবে।’

এখন ২ হাজার ৬০০ বেড হলেও ৪ হাজার রোগীর ধারণ ক্ষমতা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *