সরকার নির্ধারিত বিএসটিআইর ১৮১ বাধ্যতামূলক পণ্যের মধ্যে শুধু পানির বিষয়ে গত তিন মাসে (জানুয়ারি-মার্চ), ৭৫ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব অভিযানে প্রায় ৪২ হাজার নোংরা ও নন ফুডগ্রেড পানির জার ধ্বংস এবং ৩৬ প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করা হয়েছে। মঙ্গলবার তেজগাঁওয়ের বিএসটিআইর প্রধান কার্যালয়ে ‘বাজারে নিরাপদ খাবার পানি নিশ্চিতকরণে উৎপাদনকারীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআইর মহাপরিচালক এ তথ্য জানান। সেমিনারে বক্তব্য রাখেন বিএসটিআইর পরিচালক (সিএম) প্রকৌশলী এস এম ইসহাক আলী প্রমুখ