কাজের চাপে মানসিক অবসাদ দূর করার উপায়

 মানসিক অবসাদ দূর করার কয়েকটা টিপস।

* সারাদিন যতটা সম্ভব সক্রিয় থাকুন। কুঁড়েমি করলে অবসাদ আরও পেয়ে বসবে আপনাকে। দিনে কিছুটা সময় অবশ্যই ব্যায়াম করুন। শরীর ফিট থাকলে অনেক চাপ সহ্য করে নিতে পারবেন।

* নিজের ক্ষমতা সম্পর্কে সজাগ হোন। আপনার পক্ষে যতটা সম্ভব, ততটাই কাজ করুন। নিজের ক্ষমতার অতিরিক্ত কিছু করতে দেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।

* অনেক কাজের চাপ সামলাতে গেলে কাজে মনোনিবেশ করা প্রয়োজন। এক কাজে মন না বসলে কাজে দেরি হয়ে যাবেই। তাই মনঃসংযোগ বাড়াতে নিয়মিত ধ্যান করুন।

* মাল্টিটাস্কিং কিন্তু সবসময় মোটেও ভালো নয়। একসঙ্গে অনেকগুলো কাজ নিয়ে বসলে মন বিক্ষিপ্ত থাকে, সব কাজেই ভুল হয়ে যেতে পারে। তাই আগে প্রায়োরিটি সেট করুন, তারপর একটা একটা করে কাজ শেষ করুন।

* শরীর-মন ভালো রাখতে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে। যতই কাজের চাপ বাড়ুক, দিনে অন্তত আট ঘণ্টা ঘুমোতেই হবে। এতে মন শান্ত থাকবে। কাজে মন দিতে পারবেন।

* ছুটির দিনে অফিসের কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। সপ্তাহে একটা দিন একটু অলস ভাবেই কাটান। মন ফুরফুরে থাকবে।

* কাজে মন দিতে হলে হেলদি ডায়েট অবশ্যই প্রয়োজন। উলটো পালটা খাওয়া হয়ে গেলে এনার্জি লেভেল কমবে। ফলে কাজে ব্যাঘাত ঘটবেই।

* ঘাড়ের ওপর অনেক কাজ চেপে বসে থাকলে দিনের শুরুতেই পুরো দিনটা কী কী করবেন, তা মনে মনে ঠিক করে ফেলুন। সঠিক পরিকল্পনা মেনে এগোলে সব কাজই শেষ হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *