রমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। কর্তৃপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাসে বুধবার দুপুরে কর্মসূচি স্থগিত করে তারা।
 
বিষয়টি নিশ্চিত করে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল হক সোহাগ সাংবাদিকদের জানিয়েছেন, সহকর্মীকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় গত তিন দিন ধরে চলা কর্মবিরতি প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ মামলা করেছে জানিয়ে তিনি বলেন, দাবিগুলো বাস্তবায়িত না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মঙ্গলবার ভোরে নগরীর মহিগঞ্জ এলাকার রহিমা খাতুন নামে একজন রোগী হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি হন। এর কিছুক্ষণ পর মারা যান তিনি।

মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা ও ডা. আলেয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি অশালীন ভাষায় গালি-গালাজ করে। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে তারা।

এর প্রতিবাদে নিরাপত্তাসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *