শ্রীপুরে ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরের শ্রীপুরে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত এক ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকের নাম তপন কুমার সরকার (৪২)। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের রবীন্দ্রনাথ সরকারের ছেলে।

গাজীপুরে শ্রীপুরের মাওনা বাজার রোডের শামীম চক্ষু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে তপন কুমার সরকার দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল আরেফীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় আদালত অভিযোগের সত্যতা পেয়ে ভুয়া চিকিৎসক তপন কুমার সরকারকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এছাড়াও আদালত পৃথক অভিযান চালিয়ে একই সড়কের সুপার ডায়াগনস্টিক সেন্টারের সহ-ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন রিয়াজকে ২০ হাজার টাকা অর্থদ- করেন। চিকিৎসক ছাড়া প্যাথলজিক্যাল চিকিৎসা চালানোর অভিযোগে এ দণ্ড করা হয়।

অভিযানকালে আশপাশের কয়েকটি ফার্মেসিতে ভুয়া চিকিৎসক রোগী দেখছেন বলে অভিযোগ পেয়ে ফের অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ফার্মেসিগুলো বন্ধ করে পালিয়ে যায় ভুয়া চিকিৎসকসহ দোকানিরা।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *