শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ চালুর দাবিতে মানববন্ধন

৫০০ শয্যা বিশিষ্ট শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের শতাধিক ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এ সময় তারা পূর্ণাঙ্গভাবে মেডিক্যাল কলেজ চালু করাসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

বক্তারা বলেন, পূর্ণাঙ্গভাবে এটি চালু না হওয়ায় সাধারণ ও অবহেলিত জনসাধারণরা হাসপাতালের কাক্সিক্ষত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রাথমিকভাবে গত ৩ নবেম্বর এ মেডিক্যাল কলেজ চালুর কথা ছিল। কিন্তু অদৃশ্য কারণে ওই তারিখে তা চালু করা সম্ভব হয়নি। কেন এমন হয়েছে তারা বোধগম্য নন বলে মানববন্ধনে উপস্থিত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ জানান। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ এ মেডিক্যাল কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে সাবেক এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রী থাকাকালীন সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরবর্তীতে এ কলেজ ও হাসপাতালের কাজ সমাপ্ত করা হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *