লাজ ফার্মাকে জরিমানা

ওষুধ বিক্রির প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে বিশ্বস্ত ‘লার্জ ফার্মা’। মানুষের এ সরল বিশ্বাসকে পুঁজি করে বেশি মূল্য আদায় করছে প্রতিষ্ঠানটি। এক ভোক্তা এমন অভিযোগ করেন।

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ওই ভোক্তার অভিযোগের ভিত্তিতে মিরপুর-১০ এর লাজ ফার্মা শাখায় অভিযান চালিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মণ্ডল জানান, লাজ ফার্মার মিরপুর-১০ এর শাখা থেকে এক ক্রেতা ঠরঃধসরহ উ-৩ নামের ওষুধ কেনেন ২৮০ টাকা দিয়ে।

কিন্তু ওষুধটির নির্ধারিত মূল্য ২৪০ টাকা। প্রতিষ্ঠানটি ক্রেতার কাছে নির্ধারিত মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি রেখেছে। বিষয়টি অধিদফতরের শুনানিতে প্রমাণিত হয়। এ বিষয়ে লাজ ফার্মার কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোন বক্তব্য দিতে পারেনি। এ অপরাধে অভিযুক্ত লাজ ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ আইন অনুযায়ী অভিযোগকারীকে পুরস্কার হিসেবে দুই হাজার ৫০০ টাকা দেয়া হয় বলে জানান তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *